বিল্লি পাঁচন!
বিল্লি পাঁচন! নেবেন নাকি দাদা?
পেটের ভেতর শক্ত
পাথর এক নিমেষেই কাদা!
পেট ভুড়ভুড় করছে,
বুঝি ওভার হল খাওয়া?
বিল্লি পাঁচন গিললে
সবই এক লহমায় হওয়া।
মনসা পুজোর টাটকা
পাঁঠা মারলে গুঁতো পেটে,
শান্ত তাকে করতে পারো বিল্লি পাঁচন চেটে।
পাঁচন খেয়ে তুর্কি নাচন
লাগায় ঘাটের মড়া,
এই পাঁচনের দামটা
তবু নয়কো মোটেই চড়া!
কাজ না হলে পয়সা ফেরত,
গ্যারান্টিও আছে;
আমায় পাবেন এই লাইনেই,
রোজই, হাতের কাছে।
No comments:
Post a Comment